ইশতেহার-নাজমুল হোসেন নয়ন এর কবিতা

নবায়ন যোগ্য ইশতেহারে ক্ষুধা হলো

একমাত্র আলাপের উঠান।

হে নবজাতকেরা,

হে আমার,

কোষ থেকে বিভাজিত

অনুক্রোষ,এই মহাকাল তোমাদেরও

বসতে দিবে ক্ষুধার শীতল পাটিতে।৷

যেমন তোমার,

আমার,

পূর্বসুরীরা এখনো ভাতের প্লেট হয়ে

বসে আছে দক্ষিণের বারান্দায়।

কল পারে দাঁড়াতেই,

দেয়ালের ওপারের স্লোগান শুনে

হাত থেকে খসে পরে আধোয়া প্লেট।

পৃথিবী সমান ভূখণ্ড নিয়ে জেগে উঠি

আমি,

তোমরা,

আমাদের বোধ,

আমাদের নাভির উপর দিয়েই ওরা

টেনে দেয় কাঁটাতার।

টাকি শুটকির মত ঝুলে যায়

ফেলানী,

একটি শঙ্খ চিল

এক মুঠো বাতাস।

পাখিটির জানাই হয় না

কল্লোলিনী কলকাতার আকাশে

বাতাসে

ফ্যান দাও, ফ্যান দাও করে

জেগে উঠেছে এক মিলিত মানুষের

বিপ্লব।

অথচ এর আগের বছরই

স্বাস্হোজ্জ্বল যুবতী মেয়ের লাবণ্যের

মতো

গোলা ভরা ধানে ভরে উঠেছিলো

আমার প্রমাতামহীর ষোড়শ বয়স।

নিদারুণ বিষ্ময় নিয়ে আবার জেগে

উঠিছে

আমি

মহিষের নৈশব্দ চোখের মতো

সর্বহারাদের

স্লোগানে।

আমার,

সাতাশি জনমের সবটুকু ছায়া নিয়ে
দাঁড়িয়ে

গেছি তোদের উনুনের উপর,

ফুঁৎকারে সবটুকু আগুন গিলে

খাওয়ার

সাতাইশ,

জনমের সব টুকু বোধ নিয়ে আমি

এখন পুড়ে ছাই,

আমি পুড়ে মরেছি ঠিকই

তবে আমার জুতায় আমার নাম

লেখে ছুড়ে মেরেছি

তোদের সংসদ ভবনে সুউচ্চ চুড়ায়।

নব দৃষ্টি নিয়ে ক্রমস নীল থেকে

আরো নীল হওয়া আকাশের দিকে

অস্থির থেকে আরো অস্থির হয়ে

আমি ঠিক

পৌঁছে যাবো পৃথিবীতে থাকা আমার

একান্ত গ্রামে।

ষোড়শী গ্রাম

আমার,

আমাদের

সবার, শেষ অশ্রু টুকু ফেলতে তার

নাভিকমলে ফুটিয়ে

রেখেছে সাতাইশটি কলমি ফুল।

nazmul nayon
Author: nazmul nayon

3 Replies to “ইশতেহার-নাজমুল হোসেন নয়ন এর কবিতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *