বাংলাদেশী চিত্রশিল্পী মৃণাল হকের শিল্পীজীবনী

মৃণাল হক হলেন একজন বাংলাদেশী ভাস্কর। তিনি ঢাকার ‘রাজসিক বিহার’ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত।

মৃণাল হক তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজশাহীতে
৯ সেপ্টেম্বর ১৯৫৮ সালে জন্ম গ্রহণ করেন। রাজশাহী ক্যাডেট কলেজ ও রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে শিক্ষা গ্রহণ শেষে ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৫ সালে মৃণাল আমেরিকাতে পাড়ি জমান এবং সেখানে তার প্রথম কাজ শুরু করেন। নিউইয়ার্ক সিটিতে অবস্থিত বাংলাদেশের দুতাবাসে তার প্রথম প্রদর্শনি প্রদর্শিত হয়। তিনি নিউইয়ার্কে এত বেশি কাজ করেন যে, নিউইয়ার্কের সরকারি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার ২৬ বার এবং সিএনএন চ্যানেলে ১৮ বার প্রচারিত হয়।

২০০২ সালে মৃণাল দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। একই বছর তিনি নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বক ভাষ্কর্যটি । ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলী টাওয়ার তারই শিল্পকর্ম।

উল্লেখযোগ্য কর্ম
• দুর্জয় -রাজারবাগ পুলিশ লাইন
• রাজসিক বিহার – রূপসী বাংলা হোটেলের সামনে
• কোতোয়াল – ইস্কাটনে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে
• রত্নদ্বীপ – প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
• অতলান্তিক – নৌবাহিনী সদরদপ্তরের সামনে
• বক – মতিঝিলে
• গোল্ডেন জুবিলী টাওয়ার – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
• ইস্পাতের কান্না – ধানমন্ডি ২৭ নম্বর সড়ক মোড়ে
• জননী ও গর্বিত বর্ণমালা – পরিবাগে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত।
• প্রত্যাশা- ফুলবাড়িয়ায়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের অনুকরণে ভাস্কর্য স্থাপন করে সমালোচনার মুখে পড়েন।

তিনি ২২ আগস্ট ২০২০ শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

Sumon Sutro Dhar
Author: Sumon Sutro Dhar

This Platform Is Created To Support All Art Activity In Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *